এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এর মধ্যে চলতি মাস সেপ্টেম্বরেই ২৯ জন মারা গেছেন। মৃতদের অধিকাংশই ঢাকা মহানগর ও কক্সবাজার জেলায়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পানি জমে থাকছে। পাশাপাশি মশার লার্ভা ও উড়ন্ত মশা মারার উদ্যোগ কম। রোহিঙ্গাদের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে।
ঢাকা মহানগরে ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন। কক্সবাজারে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তিকৃতদের মধ্যে ঢাকা মহানগরের ৯২ জন ও ঢাকার বাইরের ৩৩ জন।
এ মুহূর্তে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন এক হাজার ৫১৪ জন ডেঙ্গু রোগী।