শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন,  নিয়ন্ত্রণে ১০ ইউনিট

১৮ জানুয়ারি, ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ণ

রাজধানীর ডেমরা এলাকায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় সর্বশেষ তথ্য অনুযায়ী  আরও ৫ ইউনিট যোগ দিয়েছে।

ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানিয়েছে, চার তলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস।

এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ