১৮ জানুয়ারি, ২০২৫

ঢাকায় আবারও ট্রেনে আগুন, দগ্ধ দুই

১৮ জানুয়ারি, ২০২৫

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আগুন জ্বলছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামের একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এ আগুনে দুজন দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ট্রেনের ওই বগিতে লোকজন আটকা পড়েছেন কি-না তা এখনও বোঝা যাচ্ছে না।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ