সরকার পতনের ডাক দিয়ে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। এ আন্দোলনের অংশ হিসেবেই ঢাকাসহ দেশের সব মহানগরে ১৮ ফেব্রুয়ারি (শনিবার) পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তবে বর্তমানে অনিবার্য কিছু কারণ দেখিয়ে এ কর্মসূচির তারিখ পুনঃবিন্যাস করা হয়েছে। সংশোধিত কর্মসূচিতে, পূর্বঘোষিত ১৮ ফেব্রুয়ারি থেকে কর্মসূচি একদিন এগিয়ে ১৭ ফেব্রুয়ারি করা হয়েছে৷
জানা যায়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ওইদিন দুপুর আড়াইটায় রাজধানীর দুইভাগে– উত্তর ও দক্ষিণে এই কর্মসূচি পালন করা হবে।
এক্ষেত্রে ১৮ ফেব্রুয়ারি বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, কুমিল্লা, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরে পূর্বের ঘোষণা অনুযায়ী পদযাত্রা কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার বিকালে রাজধানী নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দমন-নিপীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, গণতন্ত্রবিরোধী ও দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি হবে।
কর্মসূচি সফল করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা।
গত রবিবার রাজধানীর শ্যামলীতে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ থেকে ঢাকাসহ সব মহানগরে ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ।