শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeরাজধানীতিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ট্যানারির আগুন

তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ট্যানারির আগুন

রাজধানীর হাজারীবাগে লেদার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘণ্টা। আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।

ভবনটিতে প্লাস্টিক, লেদারস দাহ্য বস্তুর কারখানা ছিল জানিয়ে তিনি বলেন, তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল।

এদিন দুপুর ২টা ১৪ মিনিটের দিকে চামড়াজাতীয় পণ্যের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পরে আগুন ষষ্ঠ ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় স্কাইলিফট। আর পানির ঘাটতি মেটাতে ওয়াসা থেকে পানির গাড়ি আনা হয়। তাদের সঙ্গে যোগ দেন বিজিবি ও সেনা সদস্যরা।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ