ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত তুরস্কে ২৮ ঘণ্টা পর এক কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কাহরামমারাস প্রদেশের একটি ৮ তলা ভবনের ধ্বংসস্তূপের ভেতর উদ্ধারকার্যের সময় এ কিশোরীর সন্ধান মিলে। ১৭ বছর বয়সী ওই কিশোরীর নাম দিলারা আকতাস।
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহর মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উত্তর-পশ্চিম বুরসা থেকে আসা অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা ভূমিকম্পের ২৮ ঘণ্টা পর দিলারা আকতাসকে জীবিত উদ্ধার করে। তার কণ্ঠ শুনতে পেয়ে ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধানকারীরা সতর্ক অভিযান শুরু করে। অবস্থান চিহ্নিত হওয়ার পর চারপাশের ধ্বংসাবশেষ পরিস্কার করতে প্রায় ৮ ঘণ্টা লাগে। এরপর তাকে নিরাপদে উদ্ধার করেই হাসপাতালে পাঠানো হয়।
তুরস্কের কর্মকর্তাদের ভাষ্য, জীবিত কিশোরীর পরিবারের অধিকাংশ সদস্য এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন৷