শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

দারুণ ছক্কায় আঘাত পেলেন ভক্ত, আবেগঘন বার্তা তাওহীদ হৃদয়ের

১৮ জানুয়ারি, ২০২৫, ০৩:১৩ অপরাহ্ণ

বিশ্বকাপের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ দল। বোলিং পর্বে ছিলো মুস্তাফিজ-রিশাদের তাণ্ডব, আর ব্যাট হাতে লিটন-হৃদয়ের দারুণ কম্বিনেশনে জয়টা তুলে নেয় বাংলাদেশ। তবে সহজ সমীকরণ শেষ পর্যন্ত কিছুটা কঠিন হয়ে পড়েছিলো। যদিও দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন সেই মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচে তো জয় পেলো বাংলাদেশ। আনন্দে মেতে উঠেছেন ভক্ত সমর্থকরাও। এখন তবে কথা কিসের। কথা অবশ্য আছে। আজকের ম্যাচের ১২ ওভারে বল হাতে আসেন লঙ্কান অধিনায়ক ওয়াদিন্দু হাসারাঙ্গা। প্রথম বলেই ছক্কা হজম করেন লঙ্কান অধিনায়ক, এরপর টানা আরও দুইটি। আনন্দের মুহূর্তের দ্বিতীয় ছক্কাটি পড়ে এক বাঙালি সমর্থকের পায়ে। ব্যথায় কুঁকড়ে গেলেও দেশের জয়ে হাসিমুখেই ব্যথা ভুলে থাকেন প্রবাসী বাংলাদেশি এই সমর্থক।

এই বিষয়টি খেলা শেষে জানতে পারেন তাওহীদ হৃদয়। তাইতো ভক্তের ব্যথায় দুঃখপ্রকাশ করেন হৃদয়। 

ফেস দ্যা পিপল পাঠকদের জন্য তাওহীদ হৃদয়ের সেই পোস্টটি তুলে ধরা হলো– “ছবিগুলো একজন পাঠালো, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে।

প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টিশার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো  হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।”

“কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত…”

spot_img

সর্বশেষ

আরও সংবাদ