ভিন্ন ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যকলাপ ও উৎসব পালন করবে। কোনো মুসলিমের জন্য তাতে বাধা প্রদান কিংবা আক্রমণের অনুমোদন করে না ইসলাম। এমনকি যুদ্ধ চলাকালীনও ভিন্ন ধর্মের উপাসনালয়ে আক্রমণ করতে নিষেধ করেছেন রাহমাতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
শনিবার(১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে একটি পোস্ট দিয়ে এসব কথা জানান জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ বলেন, সুতরাং মুসলিমদের দুর্নাম কিংবা কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ যেন ভিন্ন ধর্মের মানুষের উপাসনা কিংবা উৎসবকে টার্গেট বানাতে না পারে, সে ব্যপারে সবার সচেতন থাকতে হবে।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সেই সাথে এও মনে রাখতে হবে, আপনি যদি নিজ বিশ্বাসে সত্যবাদী তথা ঈমানদার হয়ে থাকেন তবে একজন মুসলিম হিসেবে আপনি শির্কের আয়োজনে শামিল কিংবা শরীক হতে পারেন না। এটা উদারতা নয়, বরং ঈমানের ব্যপারে উদাসীনতা। বিশ্বের সকল মুসলিম স্কলারদের ঐকমত্যে এটি হারাম এবং ঈমান-বিধ্বংসী কাজ।
তিনি আরও বলেন, সুতরাং একজন মুসলমানকে উভয় ধরণের সীমালঙ্ঘন থেকে বিরত থাকতে হবে।
এছাড়া কমেন্টে শায়খ আহমাদুল্লাহ আরো উল্লেখ করেন, ধর্মীয় সহিংসতা ইস্যুতে এক ধর্মের অনুসারীদের অন্য ধর্মের উৎসবে শামিল হতে বলা সমাধান নয়; সমাধান হলো ধর্মের সঠিক শিক্ষা ও ধারণা প্রচার করা।