বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

দেবিদ্বারে চোর ধরতে গিয়ে হার্টঅ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

-বিজ্ঞাপণ-spot_img

কুমিল্লার দেবিদ্বারে চোর ধরতে গিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দেবীদ্বার পৌর এলাকার নিউমার্কেট চান্দিনা রোড়ের মাথায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মহিউদ্দিন ভূঁইয়া(৬০) দেবিদ্বার থানায় কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘাইডুলি গ্রামের ভূঁইয়া বাড়ির মৃতঃ সৈয়দুল ইসলাম ভূঁইয়ার ছেলে। 

বুধবার (২৯ জানুয়ারী) বাদ জোহর নিহতের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১ টায় দেবিদ্বার থানা প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ‘বারুর’ গ্রামের দক্ষিণপাড়া মেহের বক্সের বাড়ির জামে মসজিদে ঢুকে ৩ জন যুবক মসজিদের ফ্যান চুরির চেষ্টাকালে গ্রামবাসীরা তাদের ধাওয়া করে। এসময় দুইজন পালিয়ে গেলেও রুবেল (৩২) নামে এক চোর আটক করে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে পুলিশকে খবর দেন।

চোর সন্দেহে আটক রুবেল দেবিদ্বার পূর্বপাড়া মাটিয়া সমজিদ সংলগ্নের অধিবাসী এবং স্থানীয় সমিলের কর্মচারী নুরুল ইসলামের।

সংবাদ পেয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মো. জয়নাল আবেদীন তার সঙ্গীয় পুলিশ সদস্য মহিউদ্দিন ভূঁইয়া ও আব্দুল আজিজ নামে দুই পুলিশ সদস্যকে নিয়ে বারুর গ্রামে যান এবং সেখান থেকে চোর সন্দেহে আটক রুবেলকে উদ্ধার করে রাত ৯টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, এখানে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে রাত সাড়ে ৯টায় থানায় নিয়ে যাওয়া উদ্দেশ্যে সিএনজিতে উঠার সময় রুবেল দৌড়ে পালিয়ে যায়, তাকে ধরতে তার পিছু পিছু দৌড়ে যান মহিউদ্দিন ভূঁইয়া ও আব্দুল আজিজ। নিউমার্কেট পানবাজারের গলি দিয়ে দৌড়ে চান্দিনা রোডে উঠে যায়। এসময় পুলিশ সদস্য মহিউদ্দিন ভূঁইয়া পা পিছলে আছাড় খেয়ে পড়ে যান। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। 

নিহতের বড় ছেলে জিহাদ জানান, বাবা চলতি বছরের জুলাই মাসে এলপিআরে যাওয়ার কথা ছিল এব সংসারের হাল ধরতে আমি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। পরিবারে মা, দুই বোন ও এক ভাই রয়েছে। ছোটভাই মাকসুদুল ইসলাম এসএসসি পরীক্ষার্থী এবং দুই বোন মাধবী ও জান্নাতের বিয়ে হয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. ইব্রাহীম জানান, পুলিশ রুবেল নামে এক আসামীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মহিউদ্দিন নামে এক পুলিশ সদস্য হৃদক্রীয়া যন্ত্র বন্ধ হয়ে মারা যান।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, হাত থেকে চোর পালিয়ে যাওয়ায় তাকে দৌড়ে ধরতে গিয়ে পা পিছলে মহিউদ্দিন ভূঁইয়া নামে আমার থানার এক পুলিশ সদস্য পড়ে হার্টঅ্যাটাকে মারা যান। আজ তার নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আন্দোলনে মুখাবয়ব হারানো খোকনকে পাঠানো হচ্ছে রাশিয়ায়

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মুখাবয়ব হারানো সেই খোকন চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রাশিয়ায় পাঠানো হচ্ছে। আগামীকাল ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) ভোররাত ৪টা ২৫ মিনিটে কাতার...

ধানসিঁড়ির পাড়ে ‘ঘর’ প্রস্তুত, শালিখের বেশে ফিরবেন জীবনানন্দ!

তিরিশের দশকের কবিদের মধ্যে জীবনানন্দ দাশ ভিন্ন ধাঁচেরই ছিলেন। রূপসী বাংলার এই কবি তার কবিতায় বলেছেন– 'আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো...

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত: বিজিবি প্রধান

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত। বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের...

ঝালকাঠিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে তার পবিত্রতা রক্ষায় ঝালকাঠিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের আমতলা রোডের কায়েদ মহলে...

সম্পর্কিত নিউজ

আন্দোলনে মুখাবয়ব হারানো খোকনকে পাঠানো হচ্ছে রাশিয়ায়

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মুখাবয়ব হারানো সেই খোকন চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রাশিয়ায়...

ধানসিঁড়ির পাড়ে ‘ঘর’ প্রস্তুত, শালিখের বেশে ফিরবেন জীবনানন্দ!

তিরিশের দশকের কবিদের মধ্যে জীবনানন্দ দাশ ভিন্ন ধাঁচেরই ছিলেন। রূপসী বাংলার এই কবি তার...

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত: বিজিবি প্রধান

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে...
Enable Notifications OK No thanks