কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন দেশে এখনই দুর্ভিক্ষের কোনো আশঙ্কা নেই।
সরকারের কাছে পর্যাপ্ত চালের মজুত আছে। সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে চালসহ কয়েকটি পণ্য সরবরাহ করা হচ্ছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে কৃষিমন্ত্রী একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সাধারণত বছরের এই সময় দুর্ভিক্ষ দেখা দেয়। কিন্তু, আমরা তা কাটিয়ে উঠেছি। ২ মাস পর আমন ধান কাটা শুরু হবে। আমাদের কাছে ১৫ লাখ টন চাল মজুত রয়েছে, যা এই সময়ের জন্য যথেষ্ট।
চাল আমদানি উন্মুক্ত করা হলেও ব্যবসায়ীরা আমদানি করছেন না জানিয়ে মন্ত্রী বলেন, গম প্রায় পুরোপুরি আমদানি নির্ভর হলেও, সেক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হয়েছে। চালসহ অন্যান্য পণ্যের দাম আর তেমন বাড়বে না। ১ থেকে ২ টাকা এদিক-সেদিক হতে পারে।
পণ্যমূল্য কিছুটা বেশি হলেও দেশে দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক৷
আজ মঙ্গলবার ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষিখাতে অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ২০১৮ ও ২০১৯ দেওয়া হয়েছে।