নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৪ রানে থেমেছে আফগানিস্তান। বাংলাদেশের সামনে এখন ১৫৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। বাংলাদেশ ম্যাচের শুরুতে আফগান ব্যাটারদের কিছুটা কোনঠাসা করে রাখলেও দলকে খাঁদের কিনার থেকে টেনে তোলেন মোহাম্মদ নবী। ৩৯ বলেই পেয়েছেন তিনি ফিফটির দেখা। ৬ চার ও ১ ছক্কায় মাইলফলক স্পর্শ করেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৪ রান করে।
দলীয় ৫২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচের একাংশে কিছুটা চাপে পড়েছিল আফগানিস্তান। তারপর দলের হাল ধরেন মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরান। তাদের ব্যাটে বড় সংগ্রহের পথে হাটছিল আফগানরা। কিন্তু সেটা আর হতে দেননি মেহেদি হাসান মিরাজ। তার ডেলিভারিতে প্রথমে ব্যাটে লেগে তারপর প্যাডে লাগে। সেটাই বুঝতে পেরে লাফ দিয়ে লুফে নেন উইকেটকিপার লিটন দাস।
৮৭ রানে ৫ উইকেট হারায় আফগান। জাদরান করেছেন ২৩ রান। নিজের কাজটি দারুণভাবেই করে গেছেন ওমরজাই, তার ১৮ বলে ৩৩ রানের ইনিংস দলের সংগ্রহ বড় করতে অনেকটাই এগিয়ে দেয়।
ছুটির দিন হওয়ায় সিলেট স্টেডিয়াম ছিল দর্শকে কানায় কানায় পূর্ণ। টিকেট কাউন্টার কিংবা গ্যালারি, সবখানেই উপচে পড়া ভিড় দেখা গেছে।