যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন,ছেলেরা সবসময় মেয়েদের পিছিয়ে রাখতে পছন্দ করেন। কিন্তু, মেয়েরা সেই সব প্রতিবন্ধকতা জয় করে দেখিয়েছেন তারা পারেন। নারী ফুটবলারদের এই সাফল্য দেশের ক্রীড়া অঙ্গনের জন্য অনেক বড় অনুপ্রেরণা। তাদেরকে দেখে অন্যান্য দলগুলোও ভালো করছে।
বুধবার(১৮ সেপ্টেম্বর) সাফ শিরোপাজয়ী বাংলাদেশের নারী ফুটবল দলকে রূপায়ণ গ্রুপের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
মো.জাহিদ আহসান রাসেল বলেন, ক্রীড়া ক্ষেত্রে অবকাঠামো সংকটের কথা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এছাড়াও, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় সংসদ ভবনের পাশে একটি বিশেষায়িত স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী এ সময় চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করায় রূপায়ণ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আজ বুধবার বিকেলে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার প্রধান ফটক থেকে নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, উপদেষ্টা আব্দুল গাফফার এবং রূপায়ণ সিটি উত্তরার ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান।
এরপর ব্যান্ডপার্টির বাজনা বাজিয়ে বিজয় র্যালি করে তাদের নিয়ে যাওয়া হয় রূপায়ণ ম্যাজেস্টিক লাউঞ্জে।
রূপায়ণ সিটি উত্তরার হেড অব সেলস ডিরেক্টর রেজাউল হক লিমনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. হাবিব হাসান।
এ সময় সাফ শিরোপাজয়ী বাংলাদেশের নারী ফুটবল দলের কাছে ৩০ লাখ টাকা উপহারের চেক হস্তান্তর করেছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খাঁন মুকুল।
গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপালের কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনালে শক্তিশালী স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।