কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় স্কুলের পাশে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত সাইফুল ইসলাম সাগর (১৩) নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং শাকতলা এলাকার অলি মিয়ার ছেলে।
সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলটির পাশেই সাত তলা একটি ভবনের নির্মাণকাজ চলছিল। ভবনের একটি দেয়াল ধসে শ্রেণিকক্ষে এসে পড়লে দুই শিক্ষার্থী আহত হয়। পরে আহতদের কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হলে সাগর মারা যায়।
কুমিল্লা সদর হাসপাতালের চিকিৎসক মো. রাসেল বলেন, আমরা মৃত অবস্থায় একজনকে পেয়েছি। নিহতের মুখ ও মাথার বিভিন্ন স্থানে আঘাত ছিল। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।