পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাসতাংসে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলে ভয়াবহ বোমা হামলার পর একইদিনে আবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মসজিদটির ছাদ ধসে পড়েছে এবং অর্ধশতাধিক মানুষ আটকে আছেন।
এ বিষয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শুক্রবার পেশোয়ারের হাঙ্গু মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে এক পুলিশ সদস্যসহ নিহত হন অন্তত ৪ এবং ১২ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার স্থান থেকে সেখান থেকে দোওবা পুলিশ স্টেশন খুবই কাছে অবস্থিত।
হাঙ্গু বিভাগীয় পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ জানিয়েছেন, হামলায় মসজিদের ছাদ ধসে পড়ার পর ৩০-৪০ জন আটকে যান। এখন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ কর্মকর্তা নিসার আরও জানিয়েছেন, আত্মঘাতী দুই হামলাকারী হাঙ্গু মসজিদে হামলার সঙ্গে জড়িত ছিলেন। তাদের মধ্যে একজন পুলিশ স্টেশনের সামনে বোমার বিস্ফোরণ ঘটান। অপরজন মসজিদের ভেতর গিয়ে নিজেকে উড়িয়ে দেন।
এর আগে সকালে বেলুচিস্তানের মাসতাংয়ে ঈদে মিলাদুন্নবীর মিছিলে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়। ওই হামলার কিছুক্ষণ বাদেই খাইবার পাখতুনখোয়াতেও একই কায়দায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে জোড়া হামলার পর পুরো পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।