পাকিস্তানে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটে দেশটির প্রায় ২২ কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিড অকার্যকর হয়ে পড়ে, যার ফলে ‘বিদ্যুৎ সরবরাহে বড় সমস্যা দেখা দেয়’।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে’। ১২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার অঙ্গীকার করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানায়, রাজধানী ইসলামাবাদ ও পেশোয়ারে ‘কিছু গ্রিডে’ বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। ঠিক কত সময় ধরে এই বিদ্যুৎ বিভ্রাট চলবে তা নিশ্চিত নয়। দেশের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের কাজ চলছে।
২০২১ সালে পাকিস্তান কয়েক ঘণ্টার জন্য অন্ধকারে নিমজ্জিত ছিল। এ ঘটনার পর সোমবারের বিদ্যুৎ বিভ্রাটই এই খাতের সবচেয়ে বড় বিপর্যয়।
প্রাথমিকভাবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক ভাঙ্গনের কারণে বেশ কয়েকটি শহর বিদ্যুৎবিহীন ছিল। কোয়েটা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (QESCO) এর উদ্ধৃতি দিয়ে জিও নিউজ জানিয়েছে, গুড্ডু থেকে কোয়েটা পর্যন্ত অন্তত দুটি ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।এদিকে কোয়েটা সহ বেলুচিস্তানের ২২ জেলা এখন বিদ্যুৎবিহীন।
লোডশেডিং এর কবলে পড়েছে করাচি, লাহোর, ইসলামাবাদসহ সমস্ত বড় শহরগুলো।