রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১৬

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ণ

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের পিন্ডি ভাট্টিয়ান শহরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী। ডিজেলবাহী পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখী সংঘর্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

রোববার (২০ আগস্ট) ভোরবেলা ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মোটরওয়েতে এ ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ফয়সালাবাদ থেকে পিন্ডি ভাটিয়ানের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডিজেলের ড্রামবাহী পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখী সংঘর্ষ হলে মুহূর্তের মধ্যে বাস এবং পিকআপে আগুন ধরে যায়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। এই ঘটনায় দুই বাসের চালকই নিহত হয়েছেন।

তাদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাহাদ বলেন, ডিজেলের ড্রামবাহী এক পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এর পরই তাতে আগুন ধরে যায়। বাসের জানালা ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন। যদি তারা না আসতেন, সম্ভবত কাউকে জীবত উদ্ধার করা সম্ভব হতো না।’

spot_img

সর্বশেষ

আরও সংবাদ