পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার জানি খেল জেনারেল এলাকায় দেশটির সামরিক বহরে আত্মঘাতী হামলা হয়েছে। এতে অন্তত নয়জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
গতকাল বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে এমনটা জানানো হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃ সংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, মোটরসাইকেলে করে এক আত্মঘাতী হামলাকারী সামরিক কনভয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে করে নয়জন সেনা শহীদ হয়েছেন এবং পাঁচজন আহত হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইতিমধ্যে ওই এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এবং সন্ত্রাসীদের দমনে অভিযান চলছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এই হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি বলেছেন, খাইবার পাখতুনখোয়ায় বান্নু জেলায় নয়জন বীর সেনার মৃত্যুতে হৃদয় ভেঙে গেছে। এ হামলাকে পুরোপুরি নিন্দনীয় বলে উল্লেখ করেছেন।
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পরিমাণ সম্প্রতি অনেক বেড়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ হামলার পরিমাণ অধিক হারে ঘটেছে।