31 C
Dhaka
Saturday, September 21, 2024

পুলিশ পরিচয়ে সাবেক ছাত্রদল নেতা আশিককে তুলে নেওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মিরপুর এলাকায় বাসার নিচ থেকে পুলিশ পরিচয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে তুলে নিয়ে গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

শুক্রবার(১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ৬-এর বাসার নিচ থেকে পুলিশ পরিচয় দিয়ে মফিজুর রহমান আশিককে তুলে নেওয়ার হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার সন্ধান দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, হয়তো কোনো অসৎ উদ্দেশে ছাত্রদলের সাবেক নেতা আশিককে তুলে নেওয়া হয়েছে। তাকে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

অবিলম্বে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রতি আশিককে সন্ধান দেওয়ারও অনুরোধ জানান তিনি। 

এদিকে আশিকের ছোট ভাই হিরু রহমান
জানান, বিকাল সাড়ে ৫টায় বড় ভাইয়ের সাথে কথা হয়েছে। মাগরিবের পর ওনাকে একটি প্রয়োজনে ফোন দিলে সব নম্বর বন্ধ পায়।

পরে তার বাসার পাশের লোকজন জানায়, তাকে ডিএমপির কাউন্টার টেররিজমের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, আমার ভাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক এবং পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে ব্যবসার সাথে যুক্ত এবং বিদেশে পড়াশোনা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

মফিজুর রহমান আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...