ইসরাইল ও গাজার মধ্যকার চলমান যুদ্ধে বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ফিলিস্তিনিদের প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে তার সমালোচনা করেন তিনি।
রিসেপ তাইয়েফ এরদোগানের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন ভ্লাদিমির পুতিন।
তিনি চলমান যুদ্ধে বেসামরিক নিহতের সংখ্যা বৃদ্ধিকে ‘বিপর্যয়কর’ বলে আখ্যায়িত করেন।
বার্তা সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুতিন-এরদোগান ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। ফোনালাপে চলমান যুদ্ধ এবং বেসামরিক মানুষের ওপর এর বিপর্যয়কর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ জানান পুতিন।
তাৎক্ষণিকভাবে একটি যুদ্ধবিরতির আহ্বান জানান দুই নেতা।
পাশাপাশি আবারও নতুন করে আলোচনায় বসার তাগিদ দেন তারা। রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেন, তুরস্ক এভাবে বেসামরিক মানুষদের টার্গেট করাকে সমর্থন করে না।
মঙ্গলবার পুতিন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন। পাশাপাশি সেখানে সর্বশেষ যে সংঘাত দেখা দিয়েছে তার জন্য তিনি মার্কিন নীতিকে দায়ী করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি যে অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে- মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ব্যর্থ।
এদিন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-সুদানির সঙ্গে বৈঠক করেন পুতিন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র মোটেও শান্তি অর্জনের চেষ্টা করছে না, তারা নিজেদের ধারণাকে চাপিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের স্বার্থ এড়িয়ে যাচ্ছে। তাদের আলাদা স্বাধীন দেশ প্রয়োজন।
মস্কোর সঙ্গে ফিলিস্তিনের গভীর সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে পুতিন বলেন, হামাসের সঙ্গেও রাশিয়ার সম্পর্ক রয়েছে। গত মার্চ মাসে হামাসের একটি দল মস্কো সফর করেছিল।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ চলমান সংঘাতকে উদ্বেগজনকের থেকেও বেশি কিছু বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই সংঘাত বড় হয়ে পুরো অঞ্চলজুড়ে আরব-ইসরাইল সংঘাত সৃষ্টি করতে পারে।