আক্রমণ এবং পাল্টা-আক্রমণ চলছে যেন ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে। ফিলিস্তিনের বিরোধপূর্ণ জেরুজালেম অঞ্চলে অস্ত্রধারীর ছোড়া গুলিতে একজন ইসরাইলি সেনাসদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুইজন।
স্থানীয় সময় শনিবার রাতে জেরুজালেমের একটি সেনা চৌকিতে এক অস্ত্রধারী গুলি চালালে এ ঘটনা ঘটে। দ্য আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে৷
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যে অস্ত্রধারী হামলা চালিয়েছে তিনি ফিলিস্তিনি নাগরিক। তাকে খুঁজতে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান শুরু করেছে।
দেশটির পূর্ব তীরে দুইজন ফিলিস্তিনি তরুণ নিহত হওয়ার পর ইসরাইলি সেনাবাহিনীর ওপর গুলির ঘটনা ঘটেছে৷
ইহুদিদের সুক্কোত উৎসব শুরু হওয়ার একদিন আগে জেরুজালেমে ইসরাইলি বাহিনীর ওপর এ হামলা হয়৷ এ উৎসবটিকে ঘিরে প্রতিবছরই জেরুজালেমে জড়ো হয় হাজার হাজার ইহুদি৷