বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeচিত্র-বিচিত্রফোন দূরে রেখে জীবন উপভোগ করতে বললেন খোদ মোবাইলের উদ্ভাবক!

ফোন দূরে রেখে জীবন উপভোগ করতে বললেন খোদ মোবাইলের উদ্ভাবক!

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ দিয়েছেন খোদ মোবাইলের উদ্ভাবক মার্টিন কুপার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি এই পরামর্শ দেন।

আবিষ্কারের প্রায় ৫০ বছর পর এই প্রকৌশলীর মনে ধারণা জন্মেছে, ফোনের পেছনে মানুষের আরও কম সময় দেয়া উচিত। বিবিসি ব্রেকফাস্ট-এ আলাপকালে কুপার স্বীকার করেন যে, তিনি নিজের সময়ের পাঁচ শতাংশের’ও কম সময় ব্যয় করেন মোবাইলে।

সাক্ষাৎকার চলাকালে সঞ্চালক জেইন ম্যাককাবিন কুপারকে প্রশ্ন করেন, আমার মতো যারা দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করে, তাদের কী বলবেন?

এ সময় বিস্ময় প্রকাশ করে কুপার বলেন, সত্যিই? সত্যিই আপনি দিনে পাঁচ ঘণ্টা সময় দেন মোবাইলের পেছনে?। তারপর একগাল হেসে বলেন, জীবনটাকে একটু উপভোগ করুন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ