বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeসারাদেশবঙ্গোপসাগরে নিম্নচাপ: কক্সবাজারে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে নিম্নচাপ: কক্সবাজারে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রের পানিতে না নামার জন্য নির্দেশ দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।  

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় সাগর উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশ আগত পর্যটকদের পানিতে নামার ক্ষেত্রে নিরুৎসাহিত করছেন। সৈকতে টহলরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা পর্যটকদের সচেতনতায় মাইকিং অব্যাহত রেখেছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া জানান, কক্সবাজারের উপকূলীয় এলাকায় সকাল থেকে গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলার সমূহকে পরবর্তী সংকেত না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ