সুন্নী মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় পণ্ডিত শেখ ইউসুফ আল-কারযাভী ইন্তেকাল করেছেন।
মিশরীয় এই ধর্মীয় পণ্ডিত আন্তর্জাতিক মুসলিম পণ্ডিত ইউনিয়নের চেয়ারম্যান এবং মুসলিম ব্রাদারহুডের একজন নেতা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৬ বছর। আজ (সোমবার) তাঁর টুইটার একাউন্টে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।
আল-কারযাভী কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল- জাজিরাতে নিয়মিতভাবে ধর্মীয় আলোচনা করতেন। ‘শরীয়াহ এবং জীবন’ নামক একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি। সেখানে মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ফোনকল করে ধর্মতাত্ত্বিক বিধিবিধান সম্পর্কে পরামর্শ চাইতেন। তাদেরকে তিনি দৈনন্দিন জীবনের জাগতিক দিক থেকে শুরু করে বিশ্ব রাজনীতিসহ সকল বিষয়ে পরামর্শ দিতেন।
২০১৩ সালে মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসিকে উৎখাতকারী অভ্যুত্থানের জন্য ব্যাপকভাবে সমালোচিত ছিলেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে মুরসিও মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন। পরবর্তীতে মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতেহ-আল-সিসির বিরোধিতার কারণে মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। এই ঘটনার পর আল-কারযাভী আর মিশরে ফিরতে পারেননি।
২০১১ সালে সাবেক রাষ্ট্রপতি হোসনি মুবারককে উৎখাতকারী বিপ্লবের আগে থেকেই এই ধর্মীয় নেতা মিশর থেকে নির্বাসনে ছিলেন।
তাঁর মৃত্যুর সংবাদে মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন তারা। তবে লিবিয়াসহ অনেক দেশেই নতুন করে বিরোধিতাও উঠেছে তার মৃত্যু কেন্দ্র করে।