- Advertisement -
ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের (মোবাইল ব্যাংকিং) সহযোগী প্রতিষ্ঠান ‘নগদ’কে কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অব ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার(৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ বৈঠকে এ অনুমোদন দেয়।
এ বিষয়টি গণমাধ্যমেকে নগদের একটি সূত্র নিশ্চিত করেছে।
সেই সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংক কিছু শর্তসাপেক্ষে তাদেরকে এ অনুমোদন দিয়েছে।
এ নিয়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৩৫টিতে দাঁড়াল।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এতে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
- Advertisement -