মো.মাসুম ইসলাম, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বঙ্গবন্ধু চত্বরের হামিদা প্লাজার মোল্লা এন্টারপ্রাইজ( মোবাইল শোরুম)-এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দায়িত্বে থাকা নৈশ প্রহরীর অজান্তেই দোকানে এ ডাকাতি করে ডাকাতদল। এসময় ডাকাতরা দোকানের শাটারের ২টি তালা ভেঙে দোকানে থাকা বিভিন্ন কোম্পানির ১৫০ টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
মোল্লা এন্টারপ্রাইজ দোকানের মালিক রুসনাল আহমেদ সুমন বলেন, আমার দোকানের কর্মচারী প্রতিদিনের ন্যায় সকল হিসাব শেষে রাত ১০ টায় দোকান বন্ধ করে।
মঙ্গলবার (৩০ মে) সকালে এসে দেখি রাতে দোকানের শাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ ডয়ারের তালা ভেঙে নগদ ৩ লক্ষ ৮ হাজার ৯০ টাকাসহ দামী বিভিন্ন ব্যান্ডের প্রায় ১৫০ টি মোবাইলসহ সিসি ক্যামেরার সকল মেশিং এবং অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে চলে গেছে। ডাকাতি শেষে দোকানের শাটারের বাহিরে তাদের নতুন তালা লাগিয়ে চলে যায়। আমার দোকানে সবমিলে প্রায় ৪০ লক্ষ টাকার ডাকাতি হয়েছে।
এ বিষয়ে নৈশ প্রহরীখাইরুল ইসলাম বলেন, ভোরে ফজর নামাজ পরে আমি এই মার্কেটের (মোল্লা টেলিকম দোকানের) নিচে টয়লেটে এসেছি। টয়লেট শেষে ৩য় তলায় অবস্থিত মাদ্রাসার হুজুর নাজিম উদ্দিনের আসার সময় দেখাও হয়েছে। তখনও ডাকাতির কোন আলামত আমি বুঝতে পারিনি।
বাঘা থানার ওসি মো. খায়রুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।