প্রথম দুই ম্যাচ হারের পর অপ্রত্যাশিত সব সমীকরণ মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে এশিয়ান জায়ান্ট পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তান জয়ের ধারায় ফিরলেও ব্যাট হাতে মোটেও প্রত্যাশা মেটাতে পারছেন না বাবর আজম। পাকিস্তান অধিনায়ককে নিয়ে তাই সমালোচনাও হচ্ছে।
তবে, এসব নিয়ে নির্ভার দলটির মেন্টর হিসেবে কাজ করা অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেইডেন। সাবেক এই হার্ডহিটার ব্যাটার মনে করেন, দ্রুতই জ্বলে উঠবেন বাবর।
সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
ম্যাচের আগে পামিস্তান অধিনায়ক বাবরকে নিয়ে হেইডেন বলেন, ‘আবহাওয়ার কথাই ধরে নিন। ঝড়ের আগে সবসময় নিস্তব্ধতা বিরাজ করে। তাই আমি বলব, আপনারা বাবরের কাছ থেকে হয়তো বিশেষ কিছু দেখতে পারেন। ’
তিনি বলেন, ‘বাবর প্রতিকূলতার মধ্যে পড়েছে ঠিকই, তবে এটি তাকে আরও বড় খেলোয়াড় করে তুলবে। তার ব্যাটে রানের ফুলঝুরি (নক আউট পর্বে) দেখলে অবাক হবেন না। কারণ স্পেশাল খেলোয়াড়রা বেশিদিন শান্ত থাকতে পারেন না। ’
সুপার টুয়েলভ পর্বে পাঁচ ম্যাচে মাত্র ৩৯ রান করেছেন বাবর। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম্যাচে ৩৩ বলে ২৫ রান করেন। তবে আগের চার ম্যাচের কোনোটিতে পারেননি দুই অঙ্ক স্পর্শ করতে। এখন সেমিফাইনালের বড় মঞ্চে তিনি কেমন করেন, সেদিকেই তাকিয়ে থাকবে পাকিস্তানের সমর্থকরা।