বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপি জনগণের কাছে যেতে হলে অপরাজনীতির জন্য ক্ষমা চাইতে হবে: হাছান মাহমুদ

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। আবার জনগণের কাছে যেতে হলে ২০১৩, ১৪ ও ১৫ সালে তারা যে অপরাজনীতি করেছে, পেট্রোলবোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, সেগুলোর জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য শেষে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। 

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির পদযাত্রা কর্মসূচি নিয়ে হাছান মাহমুদ বলেন, সম্ভবত: বিএনপির দম ফুরিয়ে গেছে, এজন্য হাঁটা শুরু করেছে। তারা তো আগে মিছিল করতো, এখন মিছিলের পরিবর্তে হাঁটা শুরু করেছে। বিএনপি যে পদযাত্রা শুরু করেছে সম্ভবত তারা কারো কাছ থেকে নকল করছে। তবে বিএনপি পদযাত্রা করুক আর যেই যাত্রায় করুক না কেন, তাদের এই যাত্রায় জনগণ তো দূরের কথা তাদের সাধারণ কর্মীরাও পদযাত্রায় শামিল হয়নি।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির দাবির প্রসঙ্গে ড. হাছান বলেন, এই দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবেনা। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কন্টিনেন্টাল ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়াসহ সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই নির্বাচন হবে।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের সব দেশেই যে সরকার ক্ষমতায় থাকে তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করে। আমাদের দেশেও তাই করবে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ঝাং কিউন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, ইআরডি সচিব শরিফা খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক সাবিহা পারভীন ও কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইয়াং আহ দোহ।

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

চাঁদপুরে আ.লীগের লিফলেট বিতরণকালে আটক ৭

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের কালীবাড়ি বাজারে সরকারবিরোধী লিফলেট বিতরণকালে ৭ জনকে আটক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ইনসানিয়াত...

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব, থাকছেন কারা?

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে জাতীয় দলে নিয়মিত থাকলেও সাম্প্রতিক সময়ে খেলায় তার অনিয়মিত অংশগ্রহণ এবং ব্যক্তিগত কারণেই প্রায় ১৭ বছর...

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : গ্রেপ্তার  ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে থাকা প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন...

কলকাতায় বিমানবন্দরে আগুন!

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে...

সম্পর্কিত নিউজ

চাঁদপুরে আ.লীগের লিফলেট বিতরণকালে আটক ৭

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের কালীবাড়ি বাজারে সরকারবিরোধী লিফলেট বিতরণকালে ৭ জনকে আটক করেছে বৈষম্যবিরোধী...

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব, থাকছেন কারা?

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে জাতীয় দলে নিয়মিত থাকলেও সাম্প্রতিক সময়ে...

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : গ্রেপ্তার  ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে থাকা প্রায় ২৮ কোটি টাকার অবৈধ...