সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
দুদকের অপর মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদের ৯ বছরের কারাদণ্ড হাইকোর্ট বহাল রেখেছেন।
মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আমান দম্পতি ও ইকবাল হাসানের আপিল খারিজ করে এ রায় দেওয়া হয়।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, রাজনীতিবিদ রক্ষক; ভক্ষক হতে পারেন না।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, হাইকোর্টের রায়ের অনুলিপি বিচারিক আদালতে পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে তিনজনকেই আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আইনজীবীদের ভাষ্যমতে, সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে আমানউল্লাহকে ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। অপর এক মামলায় বিচারিক আদালত ইকবাল হাসানকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে তাঁরা পৃথক আপিল করেছিলেন।
হাইকোর্টে আমান দম্পতির পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী নাজমুল হুদা।
ইকবাল হাসানের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. সাইফুল্লাহ মামুন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।
দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। সঙ্গে ছিলেন আইনজীবী টাইতাস হিল্লোল।
আমান দম্পতির আইনজীবী নাজমুল হুদা জানিয়েছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।