সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করলো কানাডার আদালত

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করলেন কানাডার আদালত। এ নিয়ে কানাডার আদালতে পঞ্চমবারের মতো বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

গতকাল স্থানীয় সময় সোমবার মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামে এক বিএনপি-কর্মী দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে তা নাকচ করে দেন দেশটির ফেডারেল কোর্ট। আবেদন নাকচের রায়ে এমন সিদ্ধান্ত জানায় কানাডার ফেডারেল আদালত।

রায়ে উল্লেখ করা হয়, ওই ব্যক্তি এমন দলের সঙ্গে যুক্ত ছিলেন, যেই সংগঠন বল প্রয়োগ এবং সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা করছে।

সবশেষ ১৫ জুন একটি জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তিকালে আদালতের বিচারক বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেন। বিএনপির ওই কর্মীর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা নাকচ করে দেওয়ার বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউটি দায়ের করা হয়।

বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন মোহাম্মদ জিপসেদ ইবনে হক। সেই রায় পর্যালোচনায় দেশটির ফেডারেল কোর্টের রায়ে বলা হয়, আবেদনকারী ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ছিলেন। কানাডার অভিবাসন কর্তৃপক্ষ বিএনপিকে এমন একটি সংগঠন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে যারা, বল প্রয়োগ এবং নাশকতায় জড়িত থেকে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে।

ফেডারেল কোর্টের এই রিভিউয়ের মানদণ্ড হিসেবে তুলে ধরা হয়, ২০১৮ সালে মাসুদ রানা ও ২০২২ সালে সেলিম নামে বিএনপির অপর দুই কর্মীর রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা নাকচ করে দেওয়ার বিষয়টি। সেসময়েও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এই দুই বাংলাদেশির রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা বাতিল করা হয়।

রায়ে বলা হয়, কানাডার অভিবাসন ও উদ্বাস্তু সুরক্ষা আইন ৩৪ ধারায় আবেদনকারীকে কানাডায় বসবাসের অযোগ্য হিসেবে রায় দেওয়া হয়। এই ধারার অধীনে দেখা যায়, সেসব ব্যক্তি কানাডায় আশ্রয়ের অযোগ্য বলে বিবেচিত হবে, যারা যেকোনো সরকারের বিরুদ্ধে বলপ্রয়োগের সঙ্গে সরাসরি কিংবা প্ররোচনায় জড়িত বা একটি গণতান্ত্রিক সরকার, প্রতিষ্ঠান বা প্রক্রিয়ার বিরুদ্ধে বিদ্রোহের কাজে জড়িত বা সরাসরি সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল।

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

ইউএসএআইডি অপরাধী সংগঠন, এটা থাকা উচিত না: ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর ইলন মাস্ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম...

কমিটিতে বিএনপি নেতার ছেলের নাম না দেয়ায় প্রধান শিক্ষককে মারধর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করেছে স্থানীয় বিএনপি নেতা মো. রেজাউল হক। ঘটনা ঘটে ২ ফেব্রুয়ারি, রোববার, বেলা ১১টার দিকে...

যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

২০২৪ সালের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৭ হাজার ২৬০ জন অবৈধ বা নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির...

১৭৫ একরের ইবিতে ১৭৬ আন্দোলন, উত্তপ্ত একদিন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষকের ওপর হামলা, বিক্ষোভ মিছিল, শিক্ষার্থী অবরুদ্ধ রাখা, শ্রেণিকক্ষ বরাদ্দের দাবিতে আন্দোলন—এসব নিয়ে দিনভর উত্তপ্ত ছিল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়...

সম্পর্কিত নিউজ

ইউএসএআইডি অপরাধী সংগঠন, এটা থাকা উচিত না: ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর ইলন মাস্ক আন্তর্জাতিক...

কমিটিতে বিএনপি নেতার ছেলের নাম না দেয়ায় প্রধান শিক্ষককে মারধর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করেছে স্থানীয় বিএনপি নেতা মো....

যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

২০২৪ সালের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৭...