নেত্রকোণা -৪ আসনের (মদন -মোহনগঞ্জ-খালিয়াজুরী) সংসদ সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান।
গতকাল সোমবার (৩১ জুলাই) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরী প্রত্যাহারের শেষ দিনে সাজ্জাদুলকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
গণবিজ্ঞপ্তির ঘোষণায় বলা হয়, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নেত্রকোনা-৪ আসনে জাতীয় সংসদের সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।
গত ২৪ জুলাই সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন মঙ্গলবার যাচাইবাছাইয়ের দিনে তার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেও কয়েকমাসই কেবল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন এই সাবেক সরকারি কর্মকর্তা। কারণ আর কয়েকমাস পরই দ্বাদশ সংসদ নির্বাচন হবে।