বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আসরে এবারও শিরোপাজয়ী কুমিল্লা। সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবার শিরোপাজয়ীর তালিকায় নাম লিখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নবম আসরের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সিলেটের ১৭৬ রানের লক্ষ্যমাত্রা পার করে ৪ বল হাতে রেখেই।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ইমরুল কায়েসের নেতৃত্ব কুমিল্লার এ জয় ঠেকিয়ে দিল বিপিএল আসরে মাশরাফির অধিনায়কত্বে পঞ্চম জয়কে। ৫২ বলে ৭৯ রান করে কুমিল্লার জয়ের নায়ক হয়ে রইলেন জনসন চার্লস। আগে ব্যাট করে কুমিল্লাকে ১৭৬ রানের লক্ষ্য দেয় মাশরাফিরা।
টসে জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় ইমরুল কায়েস। সেই সিদ্ধান্তে যে ভুল ছিল না ম্যাচ শেষে তারই প্রমাণ দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ব্যাটিংয়ে নেমে শুরুতে সিলেট স্ট্রাইকার্স কিছুটা ছন্দহীন খেলায় থাকলেও শান্ত-মুশফিকের ৫৬ বলে ৭৯ রানের জুটি দলকে স্বস্তি এনে দেয়। সিলেট ওপেনার শান্ত ৪৫ বলে ৬৪ রান করেন ৯টি চার ও ১টি ছয়ে। মুশফিক ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৩টি ছয়, ৫টি চার। রায়ান বুর্ল ১১ বলে করেন ১৩ রান।
সিলেটের নির্ধারিত পৌঁনে দুইশ রান তাড়া করে জিততে খুব একটা চাপ নিতে হয়নি ইমরুলদের। লিটন দাস ফিফটি করে এগিয়ে দেন দলকে। ভিক্টোরিয়ান্স ওপেনার ৫৫ রানের ইনিংস খেলেন ৩৯ বলে। মারেন ৭টি চার ও ১টি ছক্কা।
বিপিএলের প্রতি আসরেই কুমিল্লা বড় বড় তারকাদের নিয়েই দল গড়ে। এবারের আসরের শুরুতে কিছুটা তারকা সংকটে থাকলেও প্লে-অফ রাউন্ডে নিয়ে আসে সুনিল নারিন, মঈন আলী, আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়দের। সেই তারকাদের সুফল পেয়েছে দলটি।