বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দন্ত ঢাকা। শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ঢাকা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স শক্তির বিচারে ঢাকার চেয়ে কাগজে-কলমে এখনো এগিয়ে রয়েছে। শিরোপা ধরে রাখার লক্ষ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। উদ্বোধনী ম্যাচে তিন বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামছে কুমিল্লা। রস্টন চেজ, খুশদিল শাহ ও ম্যাথু ফোর্ডকে নিয়ে একাদশ সাজিয়েছে কুমিল্লা।
শক্তির বিচারে পিছিয়ে থাকলেও ভালো করার লক্ষ্য ঢাকার। জয় দিয়ে বিপিএল মিশন শুরু করতে চায় তারা। চার বিদেশি ক্রিকেটার নিয়েই মাঠে নামছে রাজধানীর দলটি।
তিন লঙ্কান ক্রিকেটার চতুরঙ্গ ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা ও লাসিথ ক্রসপুলের সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তানের উসমান কাদির।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম, ইমরুল কায়েস, মুশফিক হাসান, খুশদিল শাহ, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, রস্টন চেজ।
দুর্দান্ত ঢাকা একাদশ: তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, ইরফান শুক্কুর, মোহাম্মদ নাঈম, চতুরঙ্গা ডি সিলভা, উসমান কাদির, লাসিথ ক্রসপুলে ও দানুশকা গুনাথিলাকা।