মাঠের খেলা আর আয়োজন নিয়ে তুমুল বিতর্কের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঘিরে নতুন চমক দেখতে যাচ্ছেন দর্শকরা। সব বিতর্ক একপাশে রেখে জমকালো সমাপনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিপিএল কর্তৃপক্ষ। যেখানে পারফর্ম করতে দেখা যেতে পারে ভারতের আইটেম গার্ল নোরা ফাতেহি।
গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মিটিং শেষে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমের মুখোমুখি হন।
সেখানে তারা জানান, বিপিএলের সমাপনী অনুষ্ঠান হবে এবং জাঁকজমকভাবেই তা আয়োজন করা হবে। সেখানে অবশ্যই চমক থাকবে।
এখন পর্যন্ত কারা আসছে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত না আসলেও নোরা ফাতেহিসহ ভারতীয় একাধিক তারকা আসার সম্ভবনা রয়েছে বলে জানা গেছে।
নোরা ফাতেহিকে নিয়ে অবশ্য তিক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশের। গত নভেম্বরে রাজধানী ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে উইমেন লিডারশিপ করপোরেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে স্বল্প সময়ের জন্য যোগ দেনে বলিউডের এই নামী অভিনেত্রী। তবে তার আগমন নিয়ে কম জলঘোলা হয়নি।
সেসময় এক নজরে নোরা ফাতেহির নাচ দেখতে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। টিকিটের দামও ছিল চড়া। ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছে টিকিট। তবে সেবার বাংলাদেশের ভক্তদের আশাহত করেন এই আইটেম গার্ল। খুব বেশি সময় স্টেইজে ছিলেন না নোরা।