বিয়ে বাড়িতে উৎসবও মাঝে মাঝে পরিণত হয় রণক্ষেত্রে। ফরিদপুরের নগরকান্দায় বিয়ে বাড়ির উৎসবে বরযাত্রায় মেহমান বেশি আসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সংঘর্ষে বরসহ উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ মে) বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, মধ্যকাইচাইল গ্রামের পান্নু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নাগারদিয়া গ্রামের মিরান তালুকদারের ছেলে শাহ আলম তালুকদারের দুই মাস আগে বিয়ে হয়। বর শাহ আলম তালুকদার বর্তমানে চরযশোরদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বরযাত্রীরা কনের বাড়িতে যায়। চুক্তি মোতাবেক বিয়েতে একশো জন মেহমান আসার কথা থাকলেও কনে পক্ষ দাবি করেন বরযাত্রায় দ্বিগুণ মেহমান এসেছেন। ফলে ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে।
ফলে খাবার কম পেয়ে আগত মেহমানরা ক্ষিপ্ত হয়ে চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করলে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ৯ জন আহত হয়। এ সময় কনে বৃষ্টি আক্তারকে ফেলে রেখে বরযাত্রীসহ ফিরে যান বর শাহ আলম তালুকদার।
শাহ আলম তালুকদার বলেন, ‘অনেকে বলছেন, বরযাত্রায় মানুষ বেশি যাওয়ায় আমাদের মারধর করা হয়েছে। এ তথ্য ঠিক না। বউ দেখা নিয়ে কথা-কাটাকাটি থেকে বিষয়টি চেয়ার ছোড়াছুড়ি ও মারধর পর্যন্ত গড়ায়।’
এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি বলে জানান নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান। তিনি বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।