বিরোধীরা সরকারের উন্নয়ন দেখতে পায় না তাই তাদেরকে চোখের ডাক্তার দেখাতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম টানেল টিউবের কাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা অনেক ভালো ভালো আই ইনস্টিটিউট করে দিয়েছি। আমি বলব তাদেরকে সেখানে চোখের ডাক্তার দেখাতে। তারা উন্নয়ন দেখতে পায় না।
সরকারপ্রধান বলেন, আমি মনে করি আমাদের বিরোধীরা চোখ থাকতে অন্ধ। তারা অস্ত্র চোরাচালান, অর্থ চোরাচালান এগুলো করতে পারবে। মানুষের কল্যাণে কাজ করেনি, ভবিষ্যতে করতে পারবে না। এটা হলো বাস্তবতা।
চট্টগ্রামে স্থাপিত টানেলের বিষয়ে শেখ হাসিনা বলেন, নদীর তলদেশ থেকে টানেল বিদেশে দেখেছি। তবে দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম।
তিনি বলেন, চট্টগ্রাম এক সময় অবহেলিত ছিল। আমরা ক্ষমতায় আসার পর ব্যাপক কাজ করেছি।
টানেল স্থাপনের ফলে চট্টগ্রামের গুরুত্ব আরও বেড়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।