‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের এবারের আসরটি কাতারেই অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্ব, সুপার ষোলো এবং কোয়ার্টার পর্ব শেষে আর্জেন্টিনা-ক্রোশিয়া, মরক্কো-ফ্রান্স সেমিফাইনাল খেলবে। আজ(মঙ্গলবার) মধ্যরাতেই কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা-ক্রোশিয়া মুখোমুখি হবে। এরপরই ফাইনাল পর্ব। তবে ফাইনালের একধাপ আগেই বিশ্বকাপের ট্রফিটা লিওনেল মেসির হাতে দেখার প্রত্যাশায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনলদো।
মাঠের ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন প্রতিবেশি ব্রাজিল ও আর্জেন্টিনা। মেসির সফলতা মানে আর্জেন্টিনার সফলতা। প্রতিবেশীদের বিজয়ীর বেশে দেখাটা যে সুখকর হবে না সেটাও মানছেন রোনালদো। তবে আর্জেন্টিনা যদি জিততে না পারতেন তখন ব্রাজিলকেই সমর্থন জানানোর কথা বলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
তাই হয়তো ব্রাজিলিয়ান ‘দা ফেনোমেনোন’ এর চাওয়া মেসির হাত রাঙিয়ে আসুক ট্রফিটা।
সোমবার স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে রোনালদো বলেন, মেসি বিশ্বকাপ জিতলে আমি খুশি হব।
২০০২ বিশ্বকাপের নায়ক রোনালদোর মতে, আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলছে না। তবে তাদের ইচ্ছাশক্তি প্রবল,তারা সবাই একসঙ্গে ছুটছে। ব্যক্তিগতভাবে, সে (মেসি) জিততে পারলে আমি তার জন্য খুশি হব।
বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলা সেমিফাইনালের প্রথম ম্যাচ।
ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছেই টাইব্রেকারে হেরে বিদায় নেয়। তা না হলে এবার সেমিফাইনাল হতে পারত ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে।
তখন মেসির সাফল্য নয় বরং নিজেদের হেক্সা মিশনের প্রত্যাশাই থাকতো ব্রাজিলিয়ান তারকা রোনালদোর৷