আশিকুর রহমান হৃদয়, শরিয়তপুর প্রতিনিধি: গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় ওয়াসিম সরদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) শরীয়তপুরের পালং মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ওয়াসিম সরদার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
যুবলীগ নেতা ওয়াসিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে শাহবাগ থানায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি ওয়াসিম সরদার। তাকে পালং থানা এলাকা থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের মাধ্যমে শাহবাগ থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করবেন।
প্রসঙ্গত, ওয়াসিম সরদারের নামে ঢাকার শাহবাগ ও সিলেটের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। ওয়াসিম সরদার শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাকের অনুসারী।