ভারত মহাসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ভূখণ্ড থেকে ধেয়ে আসা একটি ড্রোন আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অভিযোগ তুলেছে ইরান এই ড্রোন ছুড়েছে।
রোববার যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
পেন্টাগনের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, জাপানের মালিকানাধীন ‘কেম প্লুটো’ নামে মোটরচালিত জাহাজ লাইবেরিয়ার পতাকা বহন করছিল। নেদারল্যান্ডস পরিচালিত এই রাসায়নিক ট্যাংকারটিতে গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় ইরান থেকে ছোড়া ড্রোন আঘাত করে। ভারতের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে এই হামলার ঘটনা ঘটে।
পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ২০২১ সালের পর থেকে এ নিয়ে বাণিজ্যিক জাহাজে সপ্তমবারের মতো হামলা চালাল ইরান। এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্যাংকারে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি এই অভিযোগের জবাবে জানান, হুতিরা ‘তাদের সক্ষমতা অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়’।
অপরদিকে অপরিশোধিত তেল পরিবহনে নিয়োজিত একটি ভারতগামী ট্যাংকার জাহাজ লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার শিকার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতের উদ্দেশে যাত্রার সময় গ্যাবনের পতাকাযুক্ত তেলের ট্যাংকার এম/ভি সাইবাবার বিরুদ্ধে ড্রোন হামলা চালায় হুতিরা। জাহাজের আরোহীদের মধ্যে কয়েকজন ভারতের নাগরিক ছিলেন বলে জানা গেছে।
হামলার পর জাহাজটির পক্ষ থেকে কাছাকাছি অবস্থিত মার্কিন ডেস্ট্রয়ার জাহাজের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক্সের এক পোস্টে এ তথ্য জানিয়েছে। গতকাল শনিবার ভারতের স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই হামলা হয়।
মার্কিন সশস্ত্র জাহাজ ইউএসএস লাবুন জাহাজটির সাহায্যের আবেদনে সাড়া দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।