35 C
Dhaka
Friday, May 17, 2024

ভারতকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

এবার আর যুগ্ম চ্যাম্পিয়নশিপের জটিলতায় যেতে হয়নি। টাইব্রেকে ভারতকে হারিয়ে জুনিয়র সাফের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। নারী দিবসের ঠিক দুই দিন পর বাংলাদেশকে আনন্দে ভাসাল কিশোরী ফুটবলাররা।

নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। গত মাসে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল টাইব্রেকারে গড়িয়েছিল। দুই ফাইনালেই নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ ছিল। দুই ম্যাচেই ভারত আগে লিড নেয় পরবর্তীতে বাংলাদেশ সমতা আনে।

তবে এবার নাটকীয়তা হয়নি। টাইব্রেকারে ৩-২ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পেনাল্টির এই সময়ে বাংলাদেশের নায়ক হয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের তিন শট ঠেকিয়েছেন তিনি। জয়টাও এসেছে তারই হাত ধরে।

টাইব্রেকারের শুরুটা অবশ্য বাংলাদেশের ভালো হয়নি। সুরভী আকন্দ প্রীতির শট ঠেকিয়ে ভারতের গোলরক্ষক। ভারত প্রথম শটে গোল করলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। ভারতের দ্বিতীয় ও তৃতীয় শট টানা সেভ করে বাংলাদেশকে ম্যাচে রাখেন ইয়ারজান বেগম। পক্ষান্তরে মারিয়াম ও থুইনি মারমা গোল করলে বাংলাদেশ ২-১ এর লীড পায়। ভারত চতুর্থ শটে গোল করলে স্কোরলাইনে আবার সমতা হয়। বাংলাদেশের পঞ্চম শটে সাথী মুন্ডা গোল করেন। ভারতকে খেলায় টিকে থাকতে হলে গোল করতেই হতো। বাংলাদেশের গোলরক্ষক শেষ শট সেভ করায় ৩-২ স্কোরলাইনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বাংলাদেশ এই টুর্নামেন্টে গ্রুপে তিন ম্যাচেই জিতেছিল। তিন ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে। ফাইনালের প্রথমার্ধে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ভারত ম্যাচের চার মিনিটে লিড নেয়। ঐ অর্ধে ভারত অত্যন্ত প্রাধান্য বিস্তার করে খেলে।

বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে খেলায় ফিরে। ৭০ মিনিটে কর্নার থেকে মরিয়মের প্লেসিংয়ে বাংলাদেশ সমতা আনে। ম্যাচের বাকি সময় দুই দল গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ে ১-১ গোল ড্র থাকায় শিরোপা নিষ্পক্তি হয় টাইব্রেকারে।

সর্বশেষ সংবাদ

একবেলা যারা খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের অর্থনীতি পাল্টে গেছে। যারা একবেলা ভাত খেতে পারতো না, এখন চারবেলা খায়। একসময় গ্রামে হাটবারের...

রাজধানীতে ১০ তলা ভবন থেকে পড়ে নিহত ২

রাজধানীর বাসাবো এলাকায় একটি ১০ তলা ভবনের ওপর থেকে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়ে আইসিউউতে আছেন। শুক্রবার (১৭ মে)...

সারাদেশে ‘হিট স্ট্রোকে’ ৫ জনের মৃত্যু

সারাদেশের ৬৪ জেলায় নতুন করে আবারও তাপপ্রবাহ বেড়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দেখা দিয়েছে অস্বস্তি। বৃহস্পতিবার (১৬ মে) তীব্র গরমে ‘হিট স্ট্রোকে’ রাজধানীসহ সারাদেশে...

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় নিজ ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন ভাই কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আপন ছোট ভাই শাহদাত হোসেনকে ‘কুলাঙ্গার’ এবার বললেন...

এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য: ইসি হাবিব

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্যমতে, এই সময়ে ৩৬...