কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে পাঠানো প্রাপ্ত ভিডিওতে ফায়ার সার্ভিসের লাশ বহনের ব্যাগে অন্তত ৭টি লাশ দেখা গেছে। তবে নিহতের সংখ্যা ২০ জনের বেশি বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল একটি গণমাধ্যমে দূর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা বিকেল পৌনে ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। এতে অনেকে হতাহত হয়েছেন। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ভৈরবের উদ্দেশে রওনা দিয়েছে।