খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে। আন্দোলনের বিরুদ্ধে খেলা ও মোকাবিলা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোট চোরের বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগ প্রস্তুত। উত্তর জনপদে বাঁশেরকেল্লা তৈরি করুন।
সোমবার (৭ নভেম্বর) বিকেল তিনটায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকার পতনের উসকানি দিচ্ছে, তাদের জনগণের প্রতি কোনো আস্থা নেই। বিএনপি গত ১৩ বছরে ১৩ দিনের জন্যও আন্দোলন করতে পারেনি। বিএনপির লক্ষ্য দেশকে পেছনে ফিরিয়ে নেওয়া, আর আওয়ামী লীগ চায় দেশকে এগিয়ে নিয়ে যেতে। বাংলার মানুষ বিশ্বাস করে তারেক রহমানের মতো অপশক্তির বিরুদ্ধে খেলা হবে।
বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান এমনটা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের বিচার বন্ধ করতে আইন করেছিলেন জিয়াউর রহমান। যারা খুনিদের পুরষ্কৃত করেছেন, বিচার বন্ধ করতে চেয়েছেন; তাদের বিরুদ্ধে খেলা হবে।সব ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে।
সেতুমন্ত্রী আরও বলেন, খুনিদের ক্ষমা করা যায় না। শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘব করছে। সেই সরকারের বিরুদ্ধে এরা সাধারণ জনগণকে উসকানি দিচ্ছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।