26 C
Dhaka
Tuesday, December 24, 2024

ভোট ডাকাতরাই এখন গণতন্ত্র চায়, ভোটাধিকারের কথা বলে: শেখ হাসিনা

- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভোট ডাকাত ছিল তারাই এখন গণতন্ত্র চায়; ভোটের অধিকারের কথা বলে।

তিনি বলেন, যাদের জন্ম হয়েছে অবৈধভাবে, তাদের কাছ থেকে শুনতে হয় এই সমস্ত কথা। মাঠের কথা মাঠে থাকবে, আমরা জনতার সঙ্গে থাকব; জনতার পাশে থাকব। জনগণের ভাগ্য পরিবর্তন করব; জনগণের জন্য কাজ করব।

আজ বুধবার (১৭ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তাঁকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে যায় একটি প্রতিনিধি দল। গণভবনে ওই শুভেচ্ছা গ্রহণের পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র নিয়ে অনেকে অনেক কথা বলে, ভোটের অধিকার নিয়ে কথা বলে। বাংলাদেশে গণতন্ত্র, ভোটের অধিকার কবে ছিল? নানা পদক্ষেপের ফলে, বিভিন্ন সংস্কার করে করে নির্বাচন পদ্ধতিটাকে গণমুখী করেছে আওয়ামী লীগ। ভোট সম্পর্কে জনগণকে সচেতন করেছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এ স্লোগান দিয়ে মানুষকে যে ভোট সম্পর্কে সচেতন করা, এটা আওয়ামী লীগই করেছে। এটা আর কারও নয়।

তিনি বলেন, যেখানে ভুয়া ভোট দিয়ে ভোটার তালিকা হতো, সেখানে ছবিসহ ভোটার তালিকা, আইডি কার্ড, যতটুকু সংস্কার, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন, এগুলো তো আওয়ামী লীগই করেছে। স্বচ্ছ ব্যালট বাক্সও করে দিয়েছি আমরা। তারপরও কেউ যখন গণতন্ত্র, নির্বাচন ও ভোট নিয়ে সবক দিতে আসে আমাদের, সেখানে বলার কিছু থাকে না।

স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়ে সেটি কার্যকর করতে কাজ করে যাচ্ছি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল বা যারা জাতির পিতাকে হত্যা করেছে, আন্তর্জাতিক পর্যায় থেকে তাদের ষড়যন্ত্র চলতেই থাকবে। আমাদের অর্জন নস্যাৎ করতে চায় তারা। উদ্দেশ্যে যদি সততার সঙ্গে হয়, তাহলে যে কোনো জায়গায় সাফল্য আসতে পারে। এই কথাটা সবসময় মনে রাখি। লক্ষ্য একটাই, এদেশের মানুষের জীবনটা উন্নত করা। তাদের ভাগ্যটা পরিবর্তন করা। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। সেই হাসি ফোটানোটাই একমাত্র কর্তব্য। সেটা আমরা করে যাচ্ছি।

আজকে যখন ভূমিহীন ও গৃহহীনদের ঘর দিই, সেই ঘর পাওয়ার পর তার যে মুখের হাসি ও চোখের পানি একাকার হয়ে যায়, আমার মনে হয় এর চেয়ে বড় পাওয়া বা সার্থকতা আর কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাটা যেন অব্যাহত থাকে, তাই আমাদের প্রচেষ্টা হবে। জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করে তাদের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছিলাম। মানুষের আস্থা ও বিশ্বাসটা হচ্ছে আমাদের একমাত্র শক্তি। আর কোনো শক্তি নেই। বাংলাদেশের জনগণই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র বন্ধু, এটা মনে রাখতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, যেদিন ফিরে আসি সেদিন তো আর চেনা মুখগুলো পাইনি। পেয়েছিলাম এদেশের জনগণকে, আর আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে। সেই থেকে আওয়ামী লীগ, বাংলাদেশ আর বাংলাদেশের জনগণ আমার পরিবার। আমি সেভাবেই নিয়েছি। আজকে আমি বলব, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এটাকে ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এই প্রতিজ্ঞা নিয়েই চলতে হবে। ধন-সম্পদ কারো চিরদিন থাকে না। মরলে ওই মাটির নিচেই যেতে হবে। কোনো কিছুই সাথে নিয়ে যেতে পারে না। বেশি করলে বদনামটাই সাথে নিয়ে যেতে হয়। কাজেই সেটা যেন না হয়।

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
"বিডিআর হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন: প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান"
03:07
Video thumbnail
এবার ফেস দ্যা পিপলে মুখ খুললেন জু’তার মালা পরিয়ে অপদস্ত করা সেই মুক্তিযো’দ্ধার ছেলে বিপ্লব!
10:57
Video thumbnail
মু’ক্তিযু’দ্ধ মানে আব্বা আমাকে এই দেশ দিয়ে গেছেন, কিন্তু আব্বা তো তখন ব’ন্দি ছিলেন!
08:18
Video thumbnail
জু’তার মালা পরানো সেই মু’ক্তিযো’দ্ধার বিগত ১৬ বছরের ভ’য়া’বহ কর্মকাণ্ড স্থানীয় বাসিন্দার মুখে!
10:49
Video thumbnail
ভা’রত যেসব কারণে আর বেশিদিন হাসিনাকে সেখানে রাখতে পারবে না: জানালেন ইসমাইল সম্রাট
08:18
Video thumbnail
হাসিনাকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি
01:30
Video thumbnail
জু’তার মালা পরিয়ে মুক্তিযো’দ্ধাকে অপদস্ত! যা বললেন বৈষম্য বিরোধী নেতা ইসমাইল সম্রাট
05:13
Video thumbnail
যে কারণে কুমিল্লায় মুক্তিযো’দ্ধার গ’লা’য় জু’তার মালা পরিয়ে অপদস্ত করা হলো! দেলোয়ার হোসেন
09:44
Video thumbnail
কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জু*তার মা*লা, যে কারণে।হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে?
01:19:06
Video thumbnail
হাসিনার সরকারের গু'মের ঘটনায় জড়িত: ২০ কর্মকর্তার পাসপোর্ট স্থ'গি'ত, বিদেশযাত্রায় নিষে'ধা'জ্ঞা
02:25

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe