দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩৫০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দেশের রাজনীতির নবীন সদস্য তৃণমূল বিএনপি। নতুন নিবন্ধন পাওয়া দলটির মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা। আর এ ৩৫০টি মনোনয়ন ফরম বিক্রি করে ১৭ লাখ ৫০ হাজার টাকা আয় করেছে দলটি।
বুধবার (২২ নভেম্বর) রাতে দলটির ভাইস চেয়ারপার্সন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, আজ (বুধবার) সন্ধ্যা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩৫০টি। আর পত্র জমা পড়েছে ২৭২টি।
সালাম মাহমুদ বলেন, তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপার্সন অন্তরা সেলিমা হুদার পক্ষে মুন্সিগঞ্জ -১ আসনের জন্য মনোনয়ন ফরম গ্রহণ করা হয়। এছাড়া, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ঢাকা-৪ (শ্যামপুর- কদমতলী) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম বিক্রির সময় আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।