সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত হাজার ছাড়ালো

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

আফ্রিকার দেশ মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে ১০৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। বিগত একশ বছরেও এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি দেশটির বাসিন্দারা। মাত্র ২০ সেকেন্ডেই ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি শহর। অনেকে ঘুমের মধ্যেই প্রাণ হারান। ধসে পড়া ভবনের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় সময় শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাত ১১টা ১১ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন হয়। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। রাতে প্রাণরক্ষায় অনেকে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। শনিবারও শত শত মানুষকে সড়কের পাশে বসে থাকতে দেখা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, মরক্কোর চতুর্থ বৃহত্তম শহর মারাকেচ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আটলাস পর্বতমালায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। 

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে মারাকেচ, আল-হাউজ, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া, তারউদান্ত এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ প্রাণহানি ঘটেছে পাহাড়ি এলাকায়, যেখানে দ্রুত পৌঁছানো কঠিন।  

মারাকেচের বাসিন্দারা জানান, ভূমিকম্পের কারণে প্রাচীন এ শহরের বেশকিছু ভবন ভেঙে পড়েছে। স্থানীয়  টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, মসজিদের একটি মিনার ভেঙে পড়েছে। কিছু ভাঙাচোরা গাড়ির ওপর এর ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

মারাকেচের বাসিন্দা ইদ ওয়াজিজ হাসান বলেন, এখানকার বাড়িঘরগুলো গাদাগাদি করে তৈরি করা। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ধ্বংসাবশেষ সরানোর মতো ভারী সরঞ্জামাদি মানুষের কাছে নেই। তারা খালি হাতেই ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন।

মারকেচের আরেক বাসিন্দা ব্রাহিম হিম্মি রয়টার্সকে বলেন, তিনি অ্যাম্বুলেন্সগুলোকে শহরের ঐতিহাসিক পুরাতন শহর ছেড়ে যেতে দেখেছেন। তিনি আরও বলেন, মাটি কেঁপে ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।  

৪৩ বছর বয়সি হাউদা হাফসি বলেন, ঘরের সিলিং থেকে ঝাড়বাতি ভেঙে পড়ার পর আমি দৌড়ে বাইরে চলে আসি। আমি এখনো সন্তানদের নিয়ে রাস্তায় আছি। আমাদের ভয় লাগছে। 

- Advertisement -

পার্বত্য গ্রাম আসনির বাসিন্দা মুন্তাসির ইত্রি বলেন, এখানকার বেশিরভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার প্রতিবেশীরা ধ্বংসস্তূপে চাপা পড়েছে। হাতের কাছে যা পাওয়া যাচ্ছে, তা দিয়েই স্থানীয় লোকজন আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

আসনির আরেকটু পশ্চিমে তারৌদান্ত অঞ্চলের বাসিন্দা শিক্ষক হামিদ আফকার ভূমিকম্পের সময় ঘর থেকে বাইরে বের হয়ে আসেন। হামিদ বলেন, ২০ সেকেন্ডের মতো কম্পন হয়েছে। দরজাগুলো আপনাআপনি খুলছিল আর বন্ধ হচ্ছিল। আমি দ্রুত তৃতীয় তলা থেকে নিচে নেমে আসি।

এদিকে ভয়বাহ এ ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। ভ্যাটিকান পোপ এ নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধা বলেছেন, ফ্রান্স প্রাথমিক চিকিৎসার জন্য সাহায্য করতে প্রস্তুত। মরক্কোর প্রতিবেশী স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মরক্কোর জনগণের প্রতি সংহতি ও সমর্থন ব্যক্ত করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, আমরা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে আছি।

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

সংস্কার ছাড়া নির্বাচন হলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে না: নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তরুণ প্রজন্ম চায় একটি মেধাভিত্তিক এবং পেশাদার আমলাতন্ত্র প্রতিষ্ঠিত হোক। রোববার সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ...

ডিবির সাবেক প্রধান হারুনের সিন্ডিকেটপ্রধান গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে এক ব্যবসায়ীকে অপহরণ করে ছয় কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবি প্রধান হারুন অর...

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বৈরাচার আওয়ামী লীগের মাসব্যাপীর কর্মসূচীর অংশ হিসাবে লিফলেট বিতরণের সময় সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের...

ঢাকার আশপাশেই ঘুরছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ফোনের আইএমইআই?

গেল ৫ আগস্ট সাবেক আওয়ামী সরকারের পতনের পর দলটির অনেক নেতাকর্মী গ্রেফতার হলেও এখন পর্যন্ত দলটির অনেক নেতাকর্মীই রয়েছেন পলাতক।  সাবেক আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল...

সম্পর্কিত নিউজ

সংস্কার ছাড়া নির্বাচন হলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে না: নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তরুণ প্রজন্ম চায় একটি...

ডিবির সাবেক প্রধান হারুনের সিন্ডিকেটপ্রধান গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে এক ব্যবসায়ীকে অপহরণ করে ছয় কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টার...

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বৈরাচার আওয়ামী লীগের মাসব্যাপীর কর্মসূচীর অংশ হিসাবে লিফলেট বিতরণের সময় সাফায়েত নামে...