শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

মহানবীকে কটূক্তি, ঘোড়াঘাটে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮ জানুয়ারি, ২০২৫

আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ভারতের বিজেপি সরকারের দুই নেতা কর্তৃক ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় দিকে উপজেলা সদর ওসমানপুর এ কর্মসূচি পালিত হয়।
এসময় শিক্ষার্থীরা বাজারের বিভিন্ন গুরম্নত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদমিনারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থী, কওমি মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষেরা ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবর’, ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘বিশ্ব নবীর দুশনমনেরা হুশিয়ার সাবধান’, ‘আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘মোদির দালালেরা হুঁশিয়ার সাবধানে’, ইত্যাদি স্লোগান দেয়।


বিক্ষোভ মিছিল শেষে মাদ্রাসা শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা বলেন, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে হিন্দু-মুসলিম একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করলেও বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত উসকানি দেয়। তারা অপপ্রচার চালায়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। হিন্দুরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেন না। অথচ ভারতে সংখ্যালঘু মুসলমানেরা প্রতিনিয়ত নির্যাতিত হয়ে আসছেন। স্বাধীনভাবে তাঁরা ধর্ম পালন করতে পারেন না। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে।


সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, সারাবিশ্বে নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরম্নদ্ধে মুসলমানরা সবসময় প্রস্তুত। দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি ভারতের দালালকেও হঠাতে সময় নিব না। অন্তবর্তকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরম্নদ্ধে প্রতিবাদ করবে। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।
বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থী, কওমি মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ মিলিয়ে প্রায় ২/৩ শত মানুষ উপস্থিত ছিলেন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ