মাওলানা মামুনুল হকসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি পালনে বিভিন্ন জেলায় বাধা ও গ্রেফতারের প্রতিবাদ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
শুক্রবার (২৩ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ হয়।
কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।
হাসানাত জালালী বলেন, অনির্বাচিত এই সরকার মাওলানা মামুনুল হককে ২৫ মাস যাবত বিনাবিচারে কারাগারে বন্দি রেখেছে। আদালতে বিভিন্ন সাক্ষীর বক্তব্য জাতির সামনে স্পষ্ট করেছে, তিনি সম্পূর্ণ নির্দোষ। বিচারের নামে প্রহসন করে তাকে আটকে রাখা হয়েছে। এই প্রহসন বন্ধ করুন।
১৪ জুলাই মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে থানায় থানায় মানববন্ধনের কর্মসূচি সমাবেশ থেকে ঘোষণা করা হয়।
সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, কেন্দ্রীয় খাসের সদস্য মাওলানা জাহিদুজ্জামান ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টন মোড় প্রদক্ষিণ করে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন ও ঢাকা মহানগরীর বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ প্রমুখ।