রাজধানীর মালিবাগ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন হতাহতের কোন খবর পাওয়া যায়নি৷
বুধবার রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল ফারুক গণমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৯টা ২ মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে থানার ডিউটি অফিসার সাব ইনস্পেক্টর মোকলেসুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি এসি বাসকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলের লাইন ক্লিয়ার হয়ে গেলেই রেল চলাচল শুরু হবে।