চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খানের দ্বন্দ্ব নিয়ে একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। গতকাল (১২ জুন) জায়েদের বিরুদ্ধে শিল্পী সমিতিতে ওমর সানির লিখিত অভিযোগের পর আজ (১৩ জুন) গণমাধ্যমে তা অস্বীকার করেন মৌসুমী। যাকে নিয়েই এই দ্বন্দ্বের সূত্রপাত।
মৌসুমী জানান, জায়েদের বিরুদ্ধে আনা ওমর সানির সকল অভিযোগ মিথ্যা। এরপর থেকেই গত দুইদিন ধরে চলমান আলোচনা ভিন্ন দিকে মোড় নেয়। সন্দেহের তীর এবার ওমর সানির দিকে।
গণমাধ্যমে মৌসুমীর দেয়া ব্ক্তব্যের পর ওমর সানি এবার ফেসবুক লাইভে আসেন। তিনি বলেন, ’আমার ৩২ বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ পর্যন্ত কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে (মৌসুমী) আমি বিয়ে করেছি ২৭ বছর। আমার দুটি ছেলে-মেয়ে আছে। আমি গতকাল জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি অভিযোগ করেছি। সেই অভিযোগের বিষয়ে আমি এখনো অটল।’
ওমর সানি আরও বলেন, ‘মৌসুমী কী ভেবে জায়েদ খানকে ভালো বলেছে আমি জানি না। এই ঘটনাটি সামনে আমার অভিভাবক হিসেবে আমার ছেলে ফারদিন সবাইকে পরিষ্কার করবে। আমি চাইনা সংসার জীবনের এই ২৭ বছরে এসে পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবোঝি হোক। কিন্তু একজন বাইরের মানুষ এসে আমাদের সংসার ভাঙার চেষ্টা করছে। আপনারা নিজেরাই জানেন সে মানুষটি কে। আপনার দয়া করে মৌসুমীকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনারা সবাই জানেন জায়েদ খান কী।’
এর আগে গণমাধ্যমে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটি খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই উঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’