গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচ পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুর রহমান জানান, শনিবার ভোররাতে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাসে এই ঘটনা ঘটে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী ও তার স্বামী ভোগড়া থেকে শ্রীপুর যাওয়ার জন্য ওই বাসে উঠেন। বাসটি রাজেন্দ্রপুরের পৌঁছালে ভুক্তভোগী ও তার স্বামীকে রেখে অন্য যাত্রীদের নামিয়ে দেয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীর স্বামীকে মারধর করে বাস থেকে ফেলে দেয় এবং ওই নারীকে লাঞ্ছিত করে। এই সময় তারা ভুক্তভোগীর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
পরে ভুক্তভোগীর স্বামী থানায় অভিযোগ করেন। পুলিশ বাসটি জব্দ করে এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ জানান, বিকালে ধর্ষণের শিকার নারীকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।