যুক্তরাষ্ট্রের কলোরাডোতে আকাশে উড্ডয়নরত দুইটি ছোট বিমানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে কলোরাডোর লংমন্টের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়,শনিবার স্থানীয় সময় ৮টা ৫৪ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ আকাশে দুই বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক খবর পায়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন নিরাপত্তা বোর্ড এক টুইট বার্তায় জানায়, সেসনা ১৭২ ও সোনেক্স জেনোস নামের বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে।
শেরিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সংঘর্ষের পর বিমান দুটি পৃথক জায়গায় আছড়ে পড়ে।
শেরিফ আরও জানান, প্রথমে বিধ্বস্ত হওয়া বিমানটি দক্ষিণ দিকে নিওট আরডি-র ১০,০০০ ব্লকে পাওয়া যায়। ‘এই সময়ে বিমানটিতে দুজন যাত্রী ছিল, ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।’
তিনি আরও জানান, দ্বিতীয় বিধ্বস্ত বিমানটি উত্তর দিকে নিওট আরডি-র ৯,৭০০ ব্লকে পাওয়া গেছে। ‘পুলিশ এসে এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পায়।’
তদন্ত কর্মকর্তারা জানান, দুর্ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।